টিলারসনকে বরখাস্তের খবর স্রেফ গুজব!

|

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্তের খবর প্রত্যাখ্যান করলো হোয়াইট হাউস। বৃহস্পতিবার দিনভর ছিলো ট্রাম্পের এই মন্ত্রীর পদচ্যুতির গুজব।

মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স এক সংবাদ সম্মেলনে জানান, স্বপদে বহাল থাকবেন টিলারসন। বলেন, গণমাধ্যমে টিলারসনের অপসারণ নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে সবই ভুয়া। অবশ্য, সারাহ বলেন, প্রেসিডেন্ট কারও ওপর আস্থা হারালে ঐ ব্যক্তি বেশিদিন প্রশাসনে কাজ করতে পারেন না। বৃহস্পতিবার, মার্কিন শীর্ষ গণমাধ্যমগুলোয় বলা হয়, সিআইএ প্রধান মাইক পম্পেও’কে টিলারসনের স্থলাভিষিক্ত করার কথা ভাবছে প্রশাসন। অন্যদিকে, নতুন সিআইএ প্রধান হিসেবে শোনা যাচ্ছে রিপাবলিকান সিনেটর টম কটনের নাম। আরও বলা হচ্ছে, ডিসেম্বর বা জানুয়ারির মধ্যেই হবে এই রদবদল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply