দেবে গেছে স্কুল ভবন, ক্ষয়ে আছে খুঁটি, তবু চলছে ক্লাস

|

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে গত কয়েক দিনের বৃষ্টিতে ভগীরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নিচ থেকে মাটি সরে দেবে গেছে স্কুলের ভবন। বারান্দায় সৃষ্টি হয়েছে বিশাল বড় গর্তের। যেকোন মুহুর্তে স্কুল ভবনটি ধসে পরার আশঙ্কা দেখা দিয়েছে।

তারপরও ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থী। তাৎক্ষণিক স্থানীয় শিক্ষা অধিদপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানালেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, সম্প্রতি প্রচণ্ড বৃষ্টিতে নরসিংদীর রাস্তা ঘাটের পাশাপাশি বিভিন্ন সরকারী কার্যালয়গুলোর সামনেও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

গত দুই দিনের বৃষ্টির পর রোববার দুপুরে হঠাৎ করেই ভগীরথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের বারান্দার এক পাশের অংশ দেবে যায়। বৃষ্টির পানির ঢলে স্কুলের বারান্দা ও ভবনের নিচে থেকে সকল মাটি সরে গেছে।

ভবনের নিচ থেকে প্রায় ৪ ফুট মাটি সরে যাওয়া ভবনটি ধসে পড়ার আশংঙ্কা দেখা দিয়েছে। ইতি মধ্যেই ভবনের পেছনের অংশ হেলে পড়েছে। খবর পেয়ে ভগীরতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন নরসিংদী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, ১৯৯৯ সালে তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনে শুরু হয় এই বিদ্যালয়ের কার্যক্রম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply