চুরির অপবাদ দেয়ায় শ্রমিকের আত্মহত্যা

|

আশুলিয়ায় চুরির অপবাদে গ্রাম্য সালিশে মারধর ও তালাবদ্ধ করে রাখায় অপমান সহ্য করতে না পেরে নির্মল নামে এক নির্মাণ শ্রমিক আত্নহত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে আশুলিয়ার টেঙ্গুরী পুকুরপাড় এলাকা থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত রাতে চুরি সংক্রান্ত একটি বিষয় নিয়ে এলাকার কথিত মাতবররা নির্মাণ শ্রমিক নির্মলকে ডেকে পাঠায়। অটোরিকশা চুরির অভিযোগে নির্মলকে মারধর এবং ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা আদায়ের জন্য নির্মল যাতে রাতে পালিয়ে যেতে না পারে সে জন্য তার কক্ষে তালা লাগিয়ে দেয়।

পরে স্থানীয়রা সকালে তালা খুলে তাকে ডিসের তার দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ও তিনজনকে আটক করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply