রিকশায় চড়ে সোহরাওয়ার্দীর প্রার্থনাসভায় যোগ দেবেন পোপ

|

পোপ ফ্রান্সিস ঢাকা এসেছে বৃহস্পতিবার বিকালে। আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে এক গণপ্রার্থনা সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। উন্মুক্ত এই প্রার্থনা সভায় জড়ো হবে বিভিন্ন ধর্মের লক্ষাধিক মানুষ।

ঢাকার একটি ক্যাথলিক চার্চের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিকশায় চড়ে প্রার্থনা সভায় যোগ দেবেন পোপ। এ জন্য কাকরাইলের আর্চবিশপ হাউসে একটি রিকশা সাজিয়ে রাখা হয়েছে।

এ ছাড়া ধর্মগুরুর সফর উপলক্ষে একটি গাড়ি ও একটি গলফ কার্ট বিশেষভাবে তৈরি করা হয়েছে।

আয়োজক কমিটি জানিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় এক লাখ মানুষ অংশ নেবেন। বিশেষভাবে তৈরি করা একটি গাড়িতে চড়ে পোপ ঘুরবেন। সবশেষে তিনি রিকশায় চড়বেন।

পোপের সফর উপলক্ষে গঠিত মিডিয়া কমিটির সমন্বয়কারী ফাদার কমল কোড়াইয়া এএফপিকে বলেন, পোপ নিজেই রিকশায় চড়তে চেয়েছেন।

খ্রিষ্টীয় ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মনেতা পোপ ভ্রমণে গেলে সাধারণত মার্সিডিজ বেঞ্জের বিশেষভাবে তৈরি বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন। এটাকে বলা হয় ‘পোপমোবাইল’। গাড়িটি ঢাকায় আনতে অনেক অর্থ খরচ হবে, যা পোপ চাননি। তিনি বাংলাদেশের আয়োজক কমিটিকে তাঁর সফর উপলক্ষে অতিরিক্ত ব্যয় না করতে অনুরোধ করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply