যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হ্যারিকেন ব্যারি, সতর্কতা জারি

|

হ্যারিকেন ব্যারির প্রভাবে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নিউ ইয়র্কের বিশাল এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, লুইজিয়ানা অতিক্রম করে দুর্বল ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে হারিকেন ব্যারি। তবে এর প্রভাবে এখনও বৃষ্টি পড়ছে নিউ অরলিন্স সহ অনেক স্থানে।

মিসিসিপি ও লুইজিয়ানায় বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। জনগণকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

উপকূলীয় এলাকাগুলোয় চলছে উদ্ধার অভিযান। শনিবার টেরেবোন উপকূল থেকে ১১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।

এদিকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নিউইয়র্কের ম্যানহাটনে ব্যাহত হয় সাবওয়ে ট্রেন চলাচল। শনিবার মাঝরাত থেকে ম্যানহাটনের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও এখনও অন্ধকারে বেশিরভাগ এলাকা।

হ্যারিকেনের প্রভাবে এখনও বৃষ্টিপাত চলছে। অনেক এলাকাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জনগণকে সতর্ক থাকতে বলা হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত আছে। যেকোনো প্রয়োজনে হারিকেন সেন্টারের সাথে যোগাযোগের জন্য বলা হচ্ছে বাসিন্দাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply