বাড়ছে পানি প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা

|

দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সাথে দেখা দিয়েছে নদী ভাঙন।

সিলেটে কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ওপরে বইছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা, এবং জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানিও আছে বিপদসীমার ওপরে। একই চিত্র নেত্রকোণায় সোমেশ্বরী নদীর। বেড়েছে ধরলা-ব্রহ্মপুত্রের পানিও। জামালপুরের ইসলামপুর চিনাডুলি ইউনিয়নের ৫ হাজার মানুষ নতুন করে পানিবন্দি হয়েছেন। গাইবান্ধায় প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ২০ টি এলাকা। কুড়িগ্রাম-লালমনিরহাটের নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। শেরপুরের ঝিনাইগাতিতে প্লাবিত আছে ৪০টি গ্রাম। ফেনীতেও পানিবন্দি অনেকে।সাঙ্গু-মাতামুহুরির পানি কমায় বান্দরবানের পরিস্থিতির উন্নতি হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply