বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণ হরতাল পালিত

|

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম দলগুলোর ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে। দুপুর ২টা পর্যন্ত চলে ভোর ৬টায় শুরু হওয়া এ হরতাল।

সকালে হরতালের সমর্থনে শাহবাগ মোড় থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। এছাড়া সিপিবি-বাসদ ও বাম মোর্চার কর্মীরা পল্টন, প্রেসক্লাবসহ কয়েকটি জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল বের করেন।

এসময় বিদ্যুতের দাম বৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত বলে শ্লোগান দেয়া হয়। এছাড়া রাজধানীর কোথাও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি। গণপরিবহন চলাচল স্বাভাবিক ছিল।

গত ২৩ নভেম্বর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ৩৫ পয়সা বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। এর প্রতিবাদে ৩০ নভেম্বর হরতালের ডাক দেয় সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। বাম দলগুলোর হরতালে গতকাল সমর্থন জানায় বিএনপি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply