স্ত্রী ডেঙ্গুতে আক্রান্ত, ক্ষতিপূরণ চেয়ে সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ

|

স্ত্রী ডেঙ্গুতে আক্রান্তের কারণে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম। আজ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গত ২৯শে জুন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তানজিম আল ইসলামের স্ত্রী। পরে পাঁচদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হন তিনি। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থ তাই এর দায়ভার তাদের নিতে হবে।

নোটিশে আরো বলা হয়, ক্ষতিপূরণ এর পাশাপাশি আগামী তিনদিনের মধ্যে খিলগাও ১ নং ওয়ার্ড এ মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়। অন্যথায় টর্ট আইন অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হওয়াসহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

দক্ষিণ সিটি কর্পোরেশন এর পক্ষে মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply