ইসলামিক পর্যটনকে বিশ্ব বাণিজ্যে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার তাগিদ প্রধানমন্ত্রীর

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামিক পর্যটনকে বিশ্ব বাণিজ্যে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘ঢাকা দ্যা ওআইসি সিটি অফ টুরিজম-২০১৯’ এর আনুষ্ঠানিক উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, মুসলমানের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে; সেজন্য ওইসিভুক্ত দেশগুলোকে সতর্ক থাকতে হবে। নিজেদের সমস্যায় অন্যদের হস্তক্ষেপও কাম্য নয় বলে মন্তব্য করেন তিনি। আইসিভুক্ত দেশগুলো চাইলে তাদের নাগরিকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে আলাদা একটি অংশ উন্নয়ন করে দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

শুধু পর্যটন নয় ওআইসিভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে পরস্পরের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply