৬ দফা দাবিতে আজও অনশনে চাকরি প্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধীরা

|

কোনো আশ্বাস না পাওয়ায় ৬ দফা দাবিতে এখনো অনশন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রত্যাশী দৃষ্টি প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ। গতকাল সকাল থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনশন শুরু করেন তারা। রাতভর ছিলেন সেখানেই। তারা বলছেন, প্রধানমন্ত্রী তাদের ব্যাপারে কোনো আশ্বাস না দিলে অনশন চালিয়ে যাবেন।

দৃষ্টি প্রতিবন্ধিরা বলছেন, টানা আন্দোলন চালিয়ে গেলেও সরকারের কেউ তাদের সাথে এখন পর্যন্ত দেখা করেননি। এমনকি রাতভর খোলা আকাশের নিচে থাকলেও খোঁজ নেয়নি কেউ। আন্দোলনকারীদের ৬ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো, ৯ম থেকে ২০তম গ্রেডভুক্ত সরকারি ও বেসরকারি চাকুরিতে নিয়োগ ও গ্র্যাজুয়েশনের পর চাকুরিতে যোগদানের পূর্ব পর্যন্ত মাসে ১০ হাজার টাকা করে বেকার ভাতা প্রদান করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply