তিন সড়কে রিক্সা না চলার সিদ্ধান্ত বহাল: সমন্বয় সভা শেষে মেয়র

|

ঢাকার তিন সড়কে রিকশা চলাচলের ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্তই বহাল রয়েছে। আজ দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আয়োজিত সমন্বয় সভা শেষে এ কথা জানান মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, যানজটমুক্ত ঢাকা গড়তে এই তিন সড়কে রিকশা চলাচল করতে পারবেনা। তবে, প্রগতি স্মরনির যেসব এলাকায় বাইলেন রয়েছে সেখানে রিকশা চলতে পারবে বলেও উল্লেখ করেন উত্তরের মেয়র।

তিনি জানান, ঢাকা শহরের ২৩শ কিলোমিটার সড়কে সব ধরণের যান চলাচল করতে পারে। মাত্র ১৫ কিলোমিটারে রিকশা বন্ধ করতে চায় সিটি করপোরেশন। রিকশার কারণে সড়কে যান চলাচল বিঘ্নিত হয় বলেও উল্লেখ করেন তিনি।

আতিকুল ইসলাম জানান, রিকশা মালিক সমিতির সমন্বয়ে অবৈধ রিকশা সনাক্তকরণ কমিটি গঠন করা হচ্ছে। এছাড়া, রিকশা চালকদের ডাটাবেজ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply