ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

|

ধর্ষণ বন্ধ ও ধর্ষকদের শাস্তির দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অপরাজেয় বাংলা থেকে শুরু হয় এই কর্মসূচি।

পদযাত্রাটি টিএসএসি,দোয়েল চত্বর, মৎসভবন মোড় ও হাইকোর্টোর সামনে দিয়ে প্রদক্ষিণ করে কার্জন হলে আসে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দিয়ে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। এতে যোগ দেন ডাকসুর ভিপি নুরুল হক। সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের শীর্ষস্থানীয় নেতা ও কর্মীরা।

বিচারহীনতা দূর করে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি করেন আন্দোলনকারীরা। দেশের মানুষকে ধর্ষণ,গুম, খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply