সিয়েরা লিওনে মৃতের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে

|

সিয়েরা লিওনে আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ঘটনায় এখনো নিখোঁজ আছে অন্তত ৬শ’ মানুষ। বেসরকারি সংস্থাগুলোর দাবি, এ সংখ্যা অন্তত ১৫শ’। এদিকে, দেশটিতে মৃতের সংখ্যা ৪শ’ ছাড়িয়েছে।

মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পাহাড় ধসের পর দুই দিন পার হলেও, নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা। তবে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। এরই মধ্যে ৩১২ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। গত সোমবার রাজধানী ফ্রি টাউনের দু’টি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি চাপা পড়ে  শতাধিক ঘরবাড়ি। এটিকে, ইতিহাসের অন্যতম জাতীয় দুর্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন সিয়েরা লিয়নের প্রেসিডেন্ট আর্নেস্ট বাই কোরোমা। দুর্গতদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply