গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে ৩০ জনের মৃত্যুদন্ড

|

সৌদি আরবের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইয়েমেনে ৩০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে হুতি বিদ্রোহী পরিচালিত একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ধর্মীয় নেতাসহ অনেকে।

মঙ্গলবার (০৯ জুলাই) বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার একটি আদালতে দেয়া হয় এ রায়।

বিচারাধীন ছিলেন ৩৬ জন। গত এক বছর ধরে আটক ছিলেন তারা। বিচারে ছয়জনকে বেকসুর খালাস দেয়া হয়।

হুতি নিয়ন্ত্রিত সরকার সূত্রে গণমাধ্যম বলছে, বিমান হামলা পরিচালনায় সৌদি নেতৃত্বাধীন জোটকে এলাকাভিত্তিক তথ্য সরবরাহ করে আসছিলেন তারা।

২০১৪ সালের সেপ্টেম্বরে সানার দখল নেয় হুতি বিদ্রোহীরা। তখন থেকে অনেককে মৃত্যুদণ্ড দেয়া হলেও এখন পর্যন্ত কোনো রায় কার্যকর করা হয়নি।

গৃহযুদ্ধবিদ্ধস্ত ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদির সমর্থনে, ২০১৫ সালে সামরিক হস্তক্ষেপ করে সৌদি জোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply