দ্রুত বিচার আইনের মেয়াদ বাড়লো

|

জাতীয় সংসদে পাশ হয়েছে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল-২০১৯’। আজ সন্ধ্যায় বিলটি অনুমোদনের জন্য সংসদে প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা খান। বিলটি পাশ হওয়ায় দ্রুত বিচার আইনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়লো।

গত ২৫ জুন দ্রুত বিচার আইনের মেয়াদ আরেক দফা বাড়াতে সংসদে বিল উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর সংসদীয় স্থায়ী কমিটি সংসদে প্রতিবেদন জমা দেয়। বিলে আইনটির মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবারের সংসদ অধিবেশনে আইন শৃংখলা নিয়ন্ত্রণে দ্রুত বিচার আইনে অপপ্রয়োগের কথা তুলে ধরেন বিরোধী দলের সংসদ সদস্যরা। পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার দলীয় সংসদ সদস্যরা। পরে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ করে সংসদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply