জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি রানা

|

শামীম আল মামুন,টাঙ্গাইল

প্রায় তিন বছর পর টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও যুবলীগের দুই নেতা হত্যা মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানা টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

দীর্ঘ প্রায় তিন বছর বিভিন্ন কারাগারে হাজতি থাকার পর আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন টাঙ্গাইল ৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা।

তিনি মুক্তি পেয়েই ঢাকায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার জন্য সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এরআগে টাঙ্গাইল কারাগার গেটে কঠোর নিরাপত্তা নেয়া হয়। পুলিশ ও কারারক্ষীরা কারাগারের আশে-পাশে কাউকে ভিড়তে দেয়নি। সকালে থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকে।

এবিষয়ে টাংগাইল জেলার আবুল বাশার বলেন, কাগজপত্র আমরা রাতেই হাতে পেয়েছি কিন্তু নিরাপত্তাজনিত কারণে রাতে তাকে মুক্তি দেয়া সম্ভব হয়নি তবে সকাল নয়টার দিকে তাকে কারাগার মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply