মাগুরায় লিসান হত্যা মামলার ২ আসামিসহ আটক ৪০

|

মাগুরা প্রতিনিধি

মাগুরায় কলেজ ছাত্র লিসান হত্যা মামলার আসামি রবিন ও হাসানসহ শহরের বিভিন্ন এলাকা থেকে ৪০ জন বখাটে যুবককে আটক করা হয়েছে বলে প্রেস ব্রিফিং এ দাবি করেন মাগুরা পুলিশ সুপার। অন্যদিকে লিসান হত্যার বিচার দাবিতে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েকশত ছাত্র-ছাত্রী কলেজের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

আজ সোমবার সকাল ১১টার দিকে মাগুরা সদর থানায় প্রেস ব্রিফিং এ মাগুরার পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান জানান, লিসান হত্যার ২ আসামি, আলামিন হত্যার ৩ আসামিসহ প্রতিটি ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে পুলিশ আটক করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ আতংকিত না হয়ে অপরাধিদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান।

উল্লেখ্য, রবিবার প্রকাশ্য দিবালোকে শিবরামপুর মর্ডান মোড়ে কলেজ ছাত্র লিসান কে পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত লিসান আঠারখাদা গ্রামের রফিকুল ইসলামের পুত্র। সে সরকারী হোসেন শহীদ সোহরাওর্য়াদী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply