রাখাইনে যৌন নির্যাতনের ঘটনা ৬ মাসের মধ্যে তদন্ত করবে ‘সিডো’

|

৬ মাসের মধ্যে রাখাইনে ধর্ষণ ও যৌন নিপীড়ন বিষয়ক পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের নারীর প্রতি বৈষম্য বিলোপ বিষয়ক বিশেষ কমিটি ‘সিডো’। এলক্ষ্যে ২৩ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানান সিডো মুখপাত্র নাহলা হায়দার।

আগামী ৬ মাসের মধ্যে কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর এ কাজে মিয়ানমার সরকারকে সবধরনের তথ্য দিয়ে সহায়তা করারও আহ্বান জানানো হয়েছে।

কতজন নারীকে হত্যা করা হয়েছে এবং সেনাবাহিনীর হাতে কেউ আটক রয়েছে কিনা সেটিও তদন্তে উঠে আসবে বলে আশা প্রকাশ করেন নাহলা হায়দার। তিনি বলেন, এই প্রতিবেদন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের হাতে তুলে দেয়া হবে।

রাখাইনে ২৫ আগস্টের পর থেকে সেনা নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখেরও বেশি রোহিঙ্গা। পালিয়ে আসা মানুষের বড় অংশ নারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply