গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিজয়

|

গ্রিসের জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে রক্ষণশীল নিউ ডেমোক্র্যাসি পার্টি। ৩৯ দশমিক ৮ শতাংশ ভোট নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে কিরিয়াকোস মিটসো-টাকিসের মধ্য ডানপন্থি দলটি।

অন্যদিকে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের দল সিরিজা পার্টির ভাগ্যে জুটেছে ৩১ দশমিক ৬ শতাংশ ভোট। অল্প কিছু আসনে ফল ঘোষণা বাকি থাকলেও তা চুড়ান্ত ফলাফলে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে এখন পর্যন্ত ১৫৮টি নিশ্চিত করেছে রক্ষণশীলরা। আর সিরিজা পার্টি পেয়েছে ৮৬ আসন। পরাজয় নিশ্চিতের পর নতুন নির্বাচিত নেতাকে অভিনন্দন জানিয়েছেন সিপরাস।

ফলাফল ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে রক্ষণশীলরা। জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিরিয়াকোস। আবারও অঙ্গীকার করলেন অর্থনীতি পুনরুদ্ধারের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply