পার্কে ভ্রাম্যমাণ আদালত, ধরা পড়লেন এক ঝাঁক তরুণ-তরুণী

|

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ রাসেল ওয়ান্ডারল্যান্ড পৌর শিশু পার্কে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় স্কুল কলেজের শিক্ষার্থীসহ শতাধিক তরুণ-তরুণীকে আটক করা হয়।

পরে অবশ্য তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ও সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বায়েজুদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শিশু পার্কটিতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ ছিল জেলা প্রশাসনের কাছে। জেলা প্রশাসক মহোদয় আজ বিষয়টি দেখতে আমাদের এখানে পাঠিয়েছেন। এখানে এসে আনসার সদস্যদের সহায়তায় শতাধিক তরুণ-তরুণীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply