গোটা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার মিসাইল

|

হুমকি-ধামকি উপেক্ষা করে আবারো শক্তিশালী আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, এবারের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম মার্কিন ভূখন্ডের যে কোন স্থানে। বুধবার মধ্য রাতে, হোয়াসং -ফিফটিন নামের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালানো হয়।

দক্ষিণের পিয়ংগান প্রদেশের পিয়ংসং থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রায় ১ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে গিয়ে পড়ে। ভূপাতিত হওয়ার আগে অন্তত ৫৩ মিনিট ধরেই আকাশে থাকতে সক্ষম হয় হোয়াসং-ফিফটিন। সম্পূর্ন নতুন ধরনের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে বিশ্বের জন্য নতুন হুমকি বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ারকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। ব্যবস্থা নিতে জরুরি বৈঠকে বসার ঘোষণা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেপ্টেম্বরে সর্বশেষ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply