নানা দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের মানবন্ধন

|

সেশনজট নিরসনসহ নানা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বৈষম্যের চিত্র তুলে ধরেন ।

৯০ দিনের মধ্যে সকল বিভাগের ত্রুটিমুক্ত ফল প্রকাশ, এবং গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ ৫ দফা দাবিতে দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ফল প্রকাশে বিলম্বের কারণে নষ্ট হচ্ছে চাকরির বয়সসীমা। গণ অকৃতকার্যের খাতা পূন:মূল্যায়ন হয়নি জানিয়ে এসবের সুরহা চান শিক্ষার্থীরা। বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের চেয়েও অনিশ্চিত ভবিষ্যত নিয়ে আছেন বলে জানান শিক্ষার্থীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply