সাউথ ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

|

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যালিফোর্নিয়ায় দু’দশকের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হলো। কোন হতাহতের খবর পাওয়া না গেলেও, হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা- USGS’র মতে, স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ রিজক্রেস্ট শহরে হয় এই ভূমিকম্প। উৎপত্তিস্থল থেকে কিছুটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শহরটির অবস্থান।

ভূমিকম্পে কয়েকটি ঘরবাড়ি ও শপিং মলে আগুন ধরে যায়। ভেঙ্গে পড়ে অনেক অবকাঠামো। কিন্তু তাতে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছে স্থানীয় হাসপাতাল। ফায়ার ব্রিগেড, পুলিশ ও প্রশাসনের সহায়তায় চলছে উদ্ধার তৎপরতা।

তবে ভূতাত্ত্বিকদের পূর্বাভাস- কেবল একটি নয় মরূভূমি এলাকাটিতে আগামী কয়েক ঘণ্টায় হতে পারে বেশ কয়েকটি ছোট-বড় ভূমিকম্প।

শেষবার ১৯৯৪ সালে লস অ্যাঞ্জেলসে হয় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প, যাতে কোটি-কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply