সিরিয়ায় পশ্চিমারা দ্বৈতনীতি পরিহার করুন: রাশিয়া

|

সিরিয়ায় পশ্চিমাদের সন্ত্রাসী দমনের নামে উল্টো তাদের পৃষ্ঠপোষকতা করার দ্বৈতনীতি পরিহার করতে বলল রাশিয়া।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সিরিয়ার সার্বভৌমত্বকে বিপদে ফেলতে কুর্দিদের দিয়ে সেখানে অস্থিরতা তৈরি করা হচ্ছে। খবর আনাদোলুর।

তিনি বলেন, কুর্দিদের ক্ষেপিয়ে ইউফ্রেটিস নদীর পূর্বতীরে একটি আলাদা রাষ্ট্র গঠনের উসকানি দিচ্ছে।

এছাড়া জাতিসংঘের নীতিমালা পরিপন্থী যুক্তরাষ্ট্রের তথাকথিত মধ্যপ্রাচ্যে শতাব্দীর সেরা চুক্তি নামে ফিলিস্তিনিদের যে টোপ গেলানোর চেষ্টা করছে, তাতে তারা চিরদিনের জন্য উদ্বাস্তু হয়ে যাবে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের একপেশে নীতির কারণে ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা ভেস্তে যায়। এ সময় ইসরাইলকে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপণ বন্ধ করে এবং ১৯৬৭ সালে জবর-দখল করে নেয়া জমি ছেড়ে দেয়ার কথা উঠলে ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply