বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাইডু

|

বিশ্বকাপ স্কোয়াডে ডাক না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন আরেক ভারতীয় ক্রিকেটারে আম্বাতি রাইডু।

চলতি বিশ্বকাপে ভারতের হয়ে স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায় ছিলেন রাইডু। কিন্তু শিখর ধাওয়ান ও বিজয় শংকর এর ইনজুরিও তাকে দলে সুযোগ দেয়নি। সবশেষ মায়াঙ্ক আগারওয়াল দলে ডাক পেলে ক্ষোভ থেকেই এমন সিদ্ধান্ত নেন আম্বাতি রাইডু।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার পরই একটি টুইট করে আলোচনায় আসেন রাইডু। তখন টুইটে লিখেন, বিশ্বকাপ দেখার ত্রিডি গ্লাসের অর্ডার করেছেন তিনি। দারুণ ফর্মে থাকার পরেও বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে হতাশ হয়েছিলেন। টুইটারে বিসিসিআইয়ের উপর ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

ভারতের হয়ে ৫৫টি ওয়ানডে খেলা রাইডু ৪৭.০৫ গড়ে করেছেন ১৬৯৪ রান। তিনটি শতকের পাশাপাশি ১০টি অর্ধশতকও করেছেন। টি-টোয়েন্টিতে বেশ কয়েকটি ম্যাচ খেললেও ক্রিকেটের এই ছোট সংস্করণে সুবিধা করতে পারেননি তেমন।

এদিকে, তার অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আইসল্যান্ড ক্রিকেট আহ্বান জানিয়েছে দেশটির নাগরিকত্ব নেয়ার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply