টাকা ছিনতাই করে অটো রিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা

|

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটের একটি মরিচ ক্ষেত থেকে বিপুল মিয়া ওরফে বিপুল কারী (২৯) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩) জুলাই সকালে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের রাঘবেন্দ্র পুর আশ্রায়ণ প্রকল্পের পাশের একটি মরিচের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিপুলের বাড়ি পার্শ্ববতী পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে। সে বাদশা কারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নওয়াবুর রহমান জানান, লাশ উদ্ধারের পর খবর পেয়ে পরিবারের লোকজন এসে পরিচয় সনাক্ত করে। নিহত বিপুল কারী একজন অটোরিকশা চালক। রাতের আধারে বিপুলের গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তবে হত্যার সঙ্গে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

নিহতের বাবার বরাত দিয়ে তিনি আরও জানান, ঘটনার আগের দিন অটোরিকশার ব্যাটারী
কেনার জন্য ২০ হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হয় বিপুল। এরপর রাতে বিপুল আর বাড়ি ফেরেনি। ধারণা করা হচ্ছে, বিপুলের কাছে থাকা টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply