ঢাকার দুই সিটিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু

|

দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে।

আজ থেকে ২৩ জুলাই পর্যন্ত ঢাকা মহানগরীর নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ চলবে।এসময় কোথায়, কখন ছবি তোলা হবে এবং চোখের আইরিশের ছাপসহ নিবন্ধনের জন্য উপস্থিত থাকতে হবে তা জানিয়ে দেয়া হচ্ছে। এবারের কার্যক্রমে, যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং ভোটার স্থানান্তরের আবেদন নেওয়া হচ্ছে। পাশাপাশি এবার প্রথমবারের মতো হিজড়ারা নিজ পরিচয়ে ভোটার হতে পারবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply