ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা

|

কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টায় বেলো হরিজন্তে স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। এখন পর্যন্ত ১-০ গোলে এগিয়ে আছে ব্রাজিল।

খেলার শুরু থেকেই লিড পাবার চেষ্টায় মারিয়া ছিলো দুই দল। ১৯ মিনিটে দানি আলভেসের তৈরী করা আক্রমন থেকে ব্রাজিলকে লিড এনে দেন গ্যাব্রিয়েল হেসুস। আর্জেন্টিনার বিপক্ষে চার, দুই, তিন, এক ফর্মেশনে মাঠে নেমেছে ব্রাজিল। আক্রমেন নেতৃত্বে রর্বার্তো ফিরমিনিয়ো। অন্যদিকে মেসির আর্জেন্টিনা খেলছে আক্রমনাত্বক চার -তিন-তিন ফর্মেশনে। মেসি, অ্যাগুয়েরো ও মার্টিনেজ এই তিন ফরোয়ার্ড নিয়ে একাদশ গড়েছে আলবিসেলেস্তারা।

২০০৭ সালের পর আজ প্রথম মুখোমুখি হয়েছে দুই ফুটবল শক্তি। ২০০৭ সালে ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। স্পোর্টস চ্যানেল বেইন স্পোর্টস ও পিপিটিভি নামক একটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে লাতিন আমেরিকার জমজমাট এই লড়াই।

কোপা আমেরিকা জয়ে আর্জেন্টিনা ব্রাজিলের চেয়ে এগিয়ে আছে অনেক। ১৪ বার কোপা জেতে আর্জেন্টিনা। আর ব্রাজিল জেতে ৮ বার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply