ডিআইজি মিজান কারাগারে

|

গ্রেফতার হওয়া পুলিশের বিতর্কিত ডিআইজি মিজানুর রহমানকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে শাহবাগ থানা তার ব্যাক্তিগত গাড়িতে করেই আদালতে নেয়া হয়। এসময় তাকে কোনো হাতকড়া পরানো হয়নি।

এরপর তোলা হয় মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এর আদালতে। মিজানের আইনজীবী তার জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল আগাম জামিনের জন্য উচ্চ আদালত গেলে ডিআইজি মিজানকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত। লিখিত আদেশের পর গ্রেফতার করে শাহবাগ থানায় নেয়া হয় মিজানকে। গত ২৪ জুন ডিআইজি মিজানের বিরুদ্ধে ৩ কোটি সাত লাখ টাকার সম্পদের হিসাব গোপন; আর ৩ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply