সাইবেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

|

রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণাঞ্চল এলাকায় বন্যায় এখন পর্যন্ত প্রাণ গেছে ৬ জনের। এছাড়া আহত হয়েছে অন্তত সাড়ে তিনশো’ মানুষ।

স্থানীয় গণমাধ্যম বলছে, বন্যা কবলিতদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও শতাধিক।

প্রশাসন বলছে, গত কয়েকদিনে ভাড়ি বৃষ্টিপাত এবং বন্যায় প্লাবিত হয়েছে অন্তত ৫০টি গ্রাম। কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে চার হাজারের বেশি বাড়িঘর। বন্ধ হয়ে গেছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা।

এরই মধ্যে ক্ষতিগ্রস্থ উপকূলীয় এলাকা পরিদর্শন করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বন্যা কবলিত বাসিন্দাদেরকে সেনাবাহিনীর সহযোগীতায় দেয়া হচ্ছে নিরাপদ পানি, খাবারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম।

বার্তা সংস্থা তাস বলছে, কৃষিসহ বিভিন্ন খাতে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply