গাছ লাগানোর জন্য বনবিভাগের নারী কর্মকর্তাকে গণপিটুনি

|

এবার ভারতের তেলেঙ্গানায় গণপিটুনির শিকার হলেন বনবিভাগের এক নারী কর্মকর্তা। এই ভিডিও ভাইরাল হওয়ার পরও, নিশ্চুপ মোদি প্রশাসন।

বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারি বনায়ন প্রকল্পের অংশ হিসেবেই সারাসালা গ্রামে যান তারা। এসময়, জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে দলটির ওপর চড়াও হন এলাকাবাসী। অভিযোগ, সামাজিক বনায়নের নামে গ্রামের জমি হাতিয়ে নেয়ার চেষ্টা করছে সরকার। স্থানীয় রাজনৈতিক দল- TRS’র বিধায়কের ভাই গণপিটুনিতে নেতৃত্ব দেন। তার উসকানিতেই বনবিভাগ কর্মকর্তা সি অনিতার ওপর চড়াও হয় গ্রামবাসী। লাঠিপেটা ও পাথর ছোঁড়ার মাধ্যমে তাকে আহত করা হয়।

বর্তমানে, স্থানীয় হাসপাতালে ঐ কর্মকর্তার চিকিৎসা চলছে। গেলো সপ্তাহেই, বিজেপি বিধায়ক আকাশ বিজয়ভার্গে এক সরকারি কর্মকর্তাকে ক্রিকেট ব্যাট দিয়ে পেটান। এরজন্য, ৪ দিন হাজতবাসের পর জামিন পান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply