হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গী হামলার তিন বছর আজ

|

গুলশানের হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গী হামলার তিন বছর আজ। ২০১৬ সালের ১ জুলাই- গুলশানের জনপ্রিয় রেস্টুরেন্ট-হলি আর্টিজান বেকারিতে বর্বর জঙ্গি হামলায় প্রাণ হারায় ১৭ বিদেশিসহ ২০ জন।

প্রাণ হারান পুলিশের দুই সদস্যও। ঘটনার পর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার তদন্ত শেষে গত বছরের ২৩ জুলাই ২১ জনকে আসামি করে চার্জশিট জমা দেয় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এতে মূল পরিকল্পনাকারী হিসেবে আসে বাংলাদেশি বংশোদ্ভুত কানাডার নাগরিক তামিম চৌধুরীর নাম। এরমধ্যে ঘটনার দিন বেকারির মধ্যেই কমান্ডো অভিযানে ৫ জন মারা যায়। আর বিভিন্ন সময়ে চলা পুলিশি অভিযানে তামিমসহ আরো আট জঙ্গী নিহত হয়। বাকি আটজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply