৪৩ বছর পর শ্রীলঙ্কায় মৃত্যুদন্ড কার্যকরের অনুমতি

|

দীর্ঘ ৪৩ বছর পর মৃত্যুদন্ড কার্যকর হতে যাচ্ছে শ্রীলঙ্কায়। এ উদ্দেশ্যে নিয়োগ দেয়া হয়েছে দু’জন জল্লাদ। সম্প্রতি রায় হওয়া চার মাদক ব্যবসায়ীর ফাঁসি কার্যকরে নিয়োগ দেয়া হয়েছে তাদের।

১৯৭৬ সালের পর কোনো মৃত্যুদন্ড কার্যকর হয়নি দেশটিতে। তবে মাদক ব্যবসায়ীদের দোর্দণ্ড প্রভাব মোকাবিলায় আবার মৃত্যুদণ্ডপ্রথা চালুর সিদ্ধান্ত বলে জানান প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

জল্লাদ পদে কেউ না থাকায় গত ফেব্রুয়ারিতে দেয়া হয় নিয়োগ বিজ্ঞপ্তি। জমা পড়ে শতাধিক আবেদনপত্র। প্রার্থীদের ‘দৃঢ় নৈতিক চরিত্র’ এবং ‘মানসিকভাবে শক্তিশালী’ হতে হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞাপনে।

কেবল পুরুষদের আবেদন করতে বলা হলেও দুই নারী ও দুই মার্কিনীও আবেদন করে ওই পদে। দু’সপ্তাহের মধ্যে শুরু হবে নিয়োগকৃতদের প্রশিক্ষণ।

৫ বছর আগে পদত্যাগ করেছিলেন দেশটির সর্বশেষ জল্লাদ। গত বছর একজনকে নিয়োগ দিলেও ভয়ে কাজে যোগ দেননি তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply