চাঁদাবাজী মামলায় কৃষকলীগ নেতা গ্রেফতার

|

পটুয়াখালী প্রতিনিধি
চাঁদাবাজির এক‌টি মামলায়ে পটুয়াখালীর দুমকী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় গ্রেফতারকৃত রাজনকে পটুয়াখালী কোর্টে সোপর্দ করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ও‌সি) মো: মনিরুজ্জামান জানান, স্থানীয় বাবু সরবরাহকারী মানছুর আলমের পিতা মাওলানা আবুল কালাম ইউনুচের দায়ের করা চাঁদাবাজীর মামলায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক রাজনকে শুক্রবার গভীর রাতে গ্রেফতার করা হয়।

মামলায় বাদীর অভিযোগ, তাঁর ছেলে বালু ব্যবসায়ী মানছুরের কাছে কৃষকলীগ নেতা রেজাউল হক রাজন ও তার ছোটভাই রাজিব দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিন দিন পূর্বে গত বুধবার বিকেলে আংগারিয়া বন্দরে পেয়ে মানছুরকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা রক্তাক্তজখমী মানছুরকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ হামলার ঘটনায় মানছুরের পিতা মাওঃ আবুল কালাম ইউনুচ বাদী হয়ে শুক্রবার রাতে দুমকি থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করলে মধ্যরাতে পুলিশ গ্রামের বাড়ি থেকে রাজনকে গ্রেফতার করে।

এছাড়াও পল্লী বিদ্যুতের বিল খেলাপিতে দায়েরকৃত অপর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply