পুনেতে সীমানা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু

|

ভারতের পুনেতে আবাসিক ভবনের সীমানা দেয়াল ধসে প্রাণ গেছে ১৭ জনের। শুক্রবার রাত পৌনে দুইটার দিকে হয় এ দুর্ঘটনা।
নিহতদের মধ্যে চার শিশু ও এক নারী রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহত হয়েছে অনেকে।

পুলিশ জানায়, অস্থায়ীভাবে নির্মিত কয়েকটি ছোট ঘরের উপর ধসে পড়ে ৬০ ফুট উঁচু দেয়ালটি। নির্মাণশ্রমিকদের আবাস ছিল সেখানে। বেশ কয়েকটি গাড়িও চাপা পড়ে দেয়ালের নিচে। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা সন্ধান চালাচ্ছে উদ্ধারকারীরা। হতাহতদের বেশিরভাগই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে টানা ভারি বৃষ্টিপাতের কারণেই এ দুর্ঘটনা। তবে নির্মাণ কোম্পানির অবহেলাকে দায়ী করলেন পুনের ডিস্ট্রিক্ট কালেক্টর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply