পিএসজিকে নেইমারের আইনজীবীর চিঠি

|

আগামী ৮ জুলাইয়ের মধ্যে পিএসজিকে সিদ্ধান্ত নিতে হবে, আদৌ ক্লাব তাকে রাখতে আগ্রহী কি না! ছেড়ে দিলে তা-ও বলে দিতে হবে। নেইমার নাকি আইনজীবীর চিঠি পাঠিয়েছেন ক্লাবকে।

নেইমার নিজে কোথাও একথা বলেননি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে নেইমারের ক্লাবকে সময়সীমা বেঁধে দেয়ার বিযয়টি। স্প্যানিশ সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে নেইমার বার্সেলোনাকে নিজের ‘হোম টিম’ বলে উল্লেখ করেছেন। খবর এএফপির।

সেই সাক্ষাৎকারের ভিত্তিতে দাবি করা হচ্ছে, পিএসজির নেইমারকে নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে। অবস্থা এমনই, পিএসজির তুলনায় অর্ধেক অঙ্কের অর্থে বার্সায় খেলতে রাজি হয়েছেন ব্রাজিল তারকা।

সাক্ষাৎকারে নেইমার বারবার বলেছেন, তিনি পুরনো ক্লাবে ফিরতে আগ্রহী। কারণ প্যারিসে থাকার সময় ফুটবলের পাশাপাশি মন চলে গিয়েছিল অন্যদিকে।

আবার ফুটবলে মনোনিবেশ করতে চান বলে বার্সেলোনার জার্সি গায়ে তুলতে চাইছেন। অন্যদিকে ধর্ষণকাণ্ড মোকাবেলায় নেইমারের আইনজীবীরা প্রস্তুত। কাগজপত্র তৈরি করছেন। কিন্তু ধর্ষিতার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।

নেইমারের জবানবন্দি দেয়ার কাজ শেষ। অভিযোগকারী পুলিশ স্টেশনে গিয়ে নিজের জবানবন্দি দিয়ে এসেছেন। পুলিশ কাগজপত্র তৈরি করছে মামলার জন্য। খবরে বলা হয়েছে, দুই সপ্তাহের মধ্যে নেইমারের মামলা আদালতে উঠবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply