দাপুটে জয়ে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

|

অ্যাশেজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে দাপটের সাথে হারালো অস্ট্রেলিয়া। ব্রিসবেনে সফরকারীদের ১০ উইকেটে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেলো স্মিথ বাহিনী।

জয়ের জন্য শেষ দিনে দরকার ছিল ৫৬ রান। ক্রিজে আসেন ৬০ ও ৫১ রানে অপরাজিত ওপেনার ডেভিড ওয়ার্নার ও অভিষিক্ত ক্যামেরন ব্যানক্রফট। ইংলিশ বোলারদের কোন রকম সুযোগ না দিয়ে তারা দলকে নিয়ে যান  জয়ের বন্দরে। ওয়ার্নার ৮৭ আর  ব্যানক্রফট অপরাজিত থাকেন ৮২ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। অজি অধিনায়ক স্টিভেন স্মিথের মহাকাব্যিক ১৪১ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ২৬ রানের লিড পায়। তবে দ্বিতীয় ইনিংসে তেমন কোন প্রতিরোধ গড়তে পারেনি রুট বাহিনী। ইংলিশদের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৯৫ রানে। জয়ের জন্য অজিদের সামনে টার্গেট দাড়ায় ১৭০ রানের। এই জয় দিয়ে ব্রিসবেনে ২৮ বছর ধরে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল অজিরা। ২ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে ২য় টেস্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply