সাকিবকে নিয়ে যত ভয় আফগানিস্তানের

|

বিশ্বকাপে দুর্দান্ত খেলছেন বাংলাদেশের নয়নমণি সাকিব আল হাসান। ক্যারিয়ারসেরা ফর্মে আছেন তিনি। ছন্দময় ব্যাটিং করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাট হাতে টক্কর দিচ্ছেন সেরাদের সঙ্গে। স্বভাবতই তাকে নিয়ে ভয় আফগানিস্তানের।

বৈশ্বিক টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুটি করে সেঞ্চুরি-হাফসেঞ্চুরি মিলিয়ে ৪২৫ রান করেছেন সাকিব। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন দ্বিতীয় স্থানে। এ অবস্থান আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামছেন তিনি।

আফগান অধিনায়কও জানেন এই ম্যাচে বড় হুমকি হতে পারেন সাকিব। স্বাভাবিকভাবেই তার প্রশংসা ও উদ্বেগ ঝরল গুলবাদিন নায়েবের কণ্ঠে। তিনি বলেন, সে যেভাবে দলের জন্য খেলে যাচ্ছে, এককথায় তা অসাধারণ। তাকে কীভাবে আটকাবো এর নিশ্চিত কোনো উপায় জানা নেই। নির্ভর করছে পরিস্থিতির ওপর। এদিন নতুন দিন। নতুন করেই শুরু করতে হবে।

তিনি বলেন, সাকিব শুধু এই আসরে নয়, গেল দুই বছর ধরে দারুণ খেলছে। বাংলাদেশের সে-ই সেরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার সঙ্গে খেলেছেন নবী ও রশিদ। তাদের কাছ থেকে চেষ্টা করছি তাকে জানার। তবে যদি দিনটি তার হয়ে যায়, আমাদের জন্য কাজটি সত্যি কঠিন হয়ে যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply