আবারও ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আনছে যুক্তরাষ্ট্র

|

আবারও ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানকে অর্থনৈতিকভাবে পুরোপুরি কোনঠাসা করার হুঁশিয়ারিও দেন তিনি।

তবে দেশটিতে অভিযানের পরিকল্পনা আপাতত স্থগিত।

দু’দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে ট্রাম্পের এ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা।

গত বছর ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবার পরই শুরু হয় টানাপোড়েন।

ইরানের ওপর একের পর এক মার্কিন নিষেধাজ্ঞার জবাবে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির হুমকি দেয়। ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকে হামলা এবং সবশেষ ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করায় উত্তেজনা পৌঁছায় তুঙ্গে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply