নুসরাত পরিবারকে শতভাগ নিরাপত্তা দেয়া হবে : ফেনীর পুলিশ সুপার

|

ফেনী প্রতিনিধি :

নুসরাতের পরিবারকে শতভাগ নিরাপত্তা দেয়া হবে বলে জানান ফেনীর নবনিযুক্ত পুলিশ সুপার খোন্দকার নুরন্নবী।

শনিবার দুপুরে ফেনীর পুলিশ লাইন্স মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় নবাগত পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে। সন্ত্রাস, জঙ্গি, মলম পার্টি, ইভটিজিং, অজ্ঞান পার্টি, চাঁদাবাজী, ছিনতাইকারী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়, তাদের বিরুদ্ধে ফেনী পুলিশের জিরো টলারেন্স। সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেউ পরিবারটির ক্ষতি করার চেষ্টা করলে, তাদের বিরুদ্ধে কঠিন ও কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার নিশান চাকমা, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ খালেদ হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মো. আলা উদ্দিন, গোয়েন্দা পুলিশের ওসি রনজিত বড়–য়া, ফেনী মডেল থানা ওসি মো. আবুল কালাম আজাদ, ডিআইওয়ান মো. শাহীনুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply