শাহবাজপুর সেতুতে ৫ দিন ধরে বন্ধ ভারি ও মাঝারি যান চলাচল, চরম দুর্ভোগ

|

ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ৫ দিন ধরে বন্ধ রয়েছে ভারি ও মাঝারি যান চলাচল। এতে সেতুর দু’পাশে আটকা পড়ে আছে কয়েক শো পণ্যবাহী গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন চালকরা। ধীরগতিতে সংস্কার কাজ চলার অভিযোগ করেছেন তারা।

সড়ক বিভাগ জানিয়েছে, সেতুটি চলাচল উপযোগী হতে আরও দু’সপ্তাহ সময় লাগবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজের পাশে আরও একটি সেতু নির্মাণাধীন। সেটি দু’এক মাসের মধ্যে খুলে দেয়া হবে বলে আশা সংশ্লিষ্টদের। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট রুটে চলাচলরত যানবাহনগুলোকে বিকল্প হিসেবে সরাইল-নাসিরনগর ও লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

গত মঙ্গলবার শাহবাজপুরে সেতুর চতুর্থ স্প্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে যায়। দুর্ঘটনার আশঙ্কায় সেতু দিয়ে ভারি ও মাঝারি যান চলাচল বন্ধ করে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply