এমন পরিস্থিতি তৈরি হয়নি যে, ধস নেমে ব্যাংক বন্ধ হয়ে যাবে: পরিকল্পনামন্ত্রী

|

অর্থনীতিতে এমন কোন পরিস্থিতি তৈরি হয়নি যে, ধস নেমে ব্যাংক বন্ধ হয়ে যাবে। এ বিষয়ে সরকারের মধ্যে ভীতি বা শঙ্কাও নেই বলে মন্তব্য করেছেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

দুপুরে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনৈতিক ভাবনা ও সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি আরও বলেন, মেগা প্রকল্প নিয়ে সমালোচনায়, লাভই হচ্ছে বেশি। সংসদ যথাযথ দায়িত্ব পালন করছে। স্থায়ী কমিটির সুপারিশও গ্রহণ করা হয়। সরকারি কর্মচারীদের বেতন ভাতা বেড়েছে জনগণের সেবা বৃদ্ধির জন্য।

মন্ত্রী জানান, হতদরিদ্র মানুষের সংখ্যা কমাতে পেরেছে সরকার। তবে তা দূর করতে, আরও কিছুটা সময় লাগবে। অর্থনৈতিক উন্নয়নেও সফলতা পেয়েছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply