ব্রিটিশ প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে চূড়ান্ত প্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্ট

|

যুক্তরাজ্যের কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী পদের লড়াইয়ের চূড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বরিস জনসন ও জেরেমি হান্ট।

বৃহস্পতিবার (২০ জুন) হাউজ অব কমন্সে ভোটাভুটিতে নির্বাচিত হন তারা।

কনজারভেটিভ দলের ৩১৩ আইনপ্রণেতা অংশ নেন ভোটে। ১৬০ ভোট নিয়ে এবারও শীর্ষে ছিলেন ৫৫ বছর বয়সী বরিস জনসন।

লন্ডনের মেয়র হিসেবে ৮ বছর ধরে দায়িত্ব পালনকারী বরিসের জয় অনেকটা নিশ্চিত ছিলো।

তবে দ্বিতীয় অবস্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ও পরিবেশমন্ত্রী মাইকেল গোভের মধ্যে। শেষ পর্যন্ত ৭৭ ভোট নিয়ে অপর প্রার্থী হিসেবে নির্বাচিত হন জেরেমি। আর ৭৫ ভোট পেয়েছেন মাইকেল গোভ।

এবার চুড়ান্ত দুই প্রার্থীর মধ্য থেকে দলীয় নেতা নির্বাচিত করবেন ১ লাখ ৬০ হাজার টোরি সদস্যরা। জুলাইয়ের শেষ নাগাদ পাওয়া যাবে নতুন কনজারভেটিভ প্রধান ও ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply