বাংলা অক্ষরে মেসেজ পাঠালে খরচ অর্ধেক

|

মোবাইল ফোনে বাংলা অক্ষরে এসএমএস পাঠানোর খরচ কমিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি নিয়ন্ত্রণ সংস্থাটি এমন একটি নির্দেশনা দিয়েছে। বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের উপপরিচালক সামিরা তাবাসসুম স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বাংলায় মেসেজের ট্যারিফ সর্বোচ্চ ০.২৫ টাকা (ভ্যাট ও ট্যাক্স ছাড়া) নির্ধারণ করা হল। দেশে থাকা চার অপারেটরের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে পাঠানো ওই নির্দেশনাটি ২০ জুন থেকে কার্যকরের নির্দেশনা দেয়া হয়।

আজ বৃহস্পতিবার থেকে বাংলায় লেখা প্রতিটি এসএমএসের সর্বোচ্চ খরচ হবে ২৫ পয়সা। বর্তমানে এসএমএসের চার্জের ক্ষেত্রে ভাষাগত কোনো পার্থক্য করা নেই এবং প্রতিটি স্থানীয় এসএমএসের সর্বোচ্চ চার্জ বলা আছে ৫০ পয়সা। সে ক্ষেত্রে বাংলায় চার্জ কমলেও ইংরেজিতে লেখা এসএমএসের সর্বোচ্চ চার্জ আগের মতোই থেকে যাবে। বিটিআরসি সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই নির্দেশনা দেয়া হয়েছে মূলত বাংলায় টেলিযোগাযোগ সেবার প্রসারের জন্য।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply