বিধ্বস্ত সরফরাজদের চাঙ্গা করতে পিসিবি সভাপতির বার্তা

|

প্রথম ম্যাচে হারের পর স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে চমৎকার ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। তবে পরের ম্যাচেই আবার বিধ্বস্ত হতে দেখা যায় পাক ক্রিকেটারদের। অন্য সব হারের গ্লানিকে পাথরে চাপা দিতে পারলেও ভারতের বিপক্ষের ম্যাচে হারকে এখনও মেনেই নিতে পারছেন না দেশটির ক্রিকেটভক্তরা।

ভারত ম্যাচ হেরে পাকিস্তান একেবারে কোণঠাসা। পাঁচ ম্যাচে পেয়েছে মাত্র ৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান এ বিশ্বকাপজয়ী দলের।

সেমিফাইনালে ওঠার সম্ভাবনা একেবারেই ক্ষীণ তাদের। পরের সব ম্যাচই জিততে হবে তাদের। ২৩ জুন দ. আফ্রিকা ও এর পরে ফর্মের তুঙ্গে থাকা বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে হবে তাদের।

ভারতের কাছে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সমর্থকরা।

ইতিমধ্যে পাক-ভারত ম্যাচের আগে স্ত্রী সানিয়া মির্জাসহ ক্যাফে লাউঞ্জে শোয়েব মালিক ও অন্যান্য পাক ক্রিকেটারের ভোজনের ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিও ভাইরালের পর সমর্থকদের তীব্র সমালোচনার শিকার হন সরফরাজরা।

এমন পরিস্থিতিতে সরফরাজের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি।

সমর্থকরা তাদের সঙ্গেই রয়েছেন জানিয়ে সরফরাজকে আশ্বস্ত করেন তিনি। তবে দ. আফ্রিকার বিপক্ষে জয়ই ক্ষুব্ধ সমর্থকদের ঠাণ্ডা করতে পারে বলে জানান তিনি।

তিনি সরফরাজকে বলেছেন, ‘সারা দেশ তোমাদের সঙ্গেই রয়েছে। বাকি ম্যাচে ভালো খেলার চেষ্টা কর। ভিত্তিহীন খবরকে গুরুত্ব দিও না। মাথা ঠাণ্ডা রাখ। ঠিকঠাক নেতৃত্ব দাও।’

পিসিবি চেয়ারম্যানের এমন বার্তায় বেশ সতর্ক সরফরাজ। ইতিমধ্যে সতীর্থদের কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, বাকি চার ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে। না হলে দেশে ফিরে জনরোষের মুখে পড়তে হবে।

পিসিবি চেয়ারম্যান সরফরাজদের পাশে থাকলেও পাকপ্রধান নির্বাচক নিয়ে বেশ অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইন্তিখাব আলম।

তিনি বলেন, ‘ইংল্যান্ডে দল নির্বাচন এবং খেলার সব চাপ মাথায় নিচ্ছেন অধিনায়ক ও কোচ। তা হলে ইনজামাম ইংল্যান্ডে কী করছেন? এ বিষয়ে পিসিবির বক্তব্য জানতে চেয়েছেন এই সাবেক পাক অধিনায়ক।

এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির জন্য টিম ম্যানেজমেন্টের অদূরদর্শিতা দায়ী বলে মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply