রোহিঙ্গাদের আশ্রয়ে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে: প্রধানমন্ত্রী

|

রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিলেও এতে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সেখানকার বনভূমি এখন ধ্বংসের পথে। রাজধানীর বিআইসিসি মিলনায়তনে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সংকট থাকলেও সভ্যতার উন্নয়ন থেমে থাকবে না। তবে পরিবেশ রক্ষায়ও নজর দিতে হবে। সুন্দরবন রক্ষায় নানা পদক্ষেপ নেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। আত্মসমর্পণকারী দস্যুদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। পরে বৃক্ষমেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর আগে পরিবেশ অধিদপ্তরের পরিবেশ ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply