ইরাকে বিদেশি তেল কোম্পানির কাছে রকেট হামলা, আহত ৩

|

উত্তর ইরাকে বিদেশি তেল কোম্পানির ব্যবহৃত জায়গায় বুধবার একটি রকেট হামলার ঘটনায় তিন ব্যক্তি আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য জানা গেছে।

মার্কিন জ্বালানি কোম্পানি এক্সসোনমোবিলও ওই জায়গাটি ব্যবহার করছে। এতে ইরানের সঙ্গে দেশটির উত্তেজনা নতুন করে বাড়ার আশঙ্কা রয়েছে।

তবে বসরার নিকটবর্তী এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

এর আগে বাগদাদ ও মসুলের কাছাকাছি মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটির কাছে তিনটি হামলার ঘটেছে। যদিও এতে বড় ধরনের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এসব হামলার দায়ও স্বীকার করেনি কেউ।

একটি ইরাকি নিরাপত্তা সূত্র জানায়, তাদের কাছে মনে হয়েছে, ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বসরা হামলার জন্য দায়ী।

‘আমাদের সূত্রগুলো অনুসারে একাধিক গোষ্ঠী নিয়ে রকেট হামলার এই দলটি গঠিত। তারা ক্ষেপণাস্ত্র হামলার প্রশিক্ষণপ্রাপ্ত।’

জুবায়ের শহরের মেয়র আব্বাস মাহের বলেন, তার কাছে মনে হয়েছে-ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশেষভাবে এক্সসোনকে নিশানা করেছে। এ হামলার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দিতে চায়।

হামলার পর ঘটনাস্থল থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। আহতদের সবাই ইরাকি নাগরিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply