প্রথম রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

|

দু’দিনের সফরে আজ পিয়ংইয়ং’য়ে পৌঁছাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ১৪ বছরের মধ্যে এটিই হতে যাচ্ছে কোনো চীনা রাষ্ট্র প্রধানের প্রথম উত্তর কোরিয়া সফর।

দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেবেন জিনপিং।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি এবং অর্থনৈতিক নানা ইস্যু নিয়ে কথা বলবেন দু’নেতা।

জাপানে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাইডলাইন বৈঠকের এক সপ্তাহ আগে জিনপিংয়ের এ সফর।

বিশ্লেষকরা বলছেন, কোরীয় সংকট নিরসনে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া আলোচনায় গতি ফেরাতে ট্রাম্প-কিম মধ্যস্থতার চেষ্টা করবেন চীনা প্রেসিডেন্ট।

পরমাণু অস্ত্র কর্মসূচি আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল ইস্যুতে দ্বন্দ্বের জেরে থমকে আছে কোরিয়া শান্তি আলোচনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply