ব্যাটসম্যানদের যেখানে চির আক্ষেপ

|

ক্রিকেটে ব্যাটসম্যানের সবচেয়ে অপছন্দের আউট রান আউট; তবে আরেকটি আক্ষেপের আউট হিট উইকেট।

আজ নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপটিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয়েছেন হিট উইকেট। হিট উইকেটের আক্ষেপে পুড়ে ক্রিকেট বিশ্বকাপে এখন অবধি আউট হয়েছেন ১০জন ব্যাটসম্যান।

ক্রিকেট বিশ্বকাপ প্রথম হিট উইকেট দেখে ১৯৭৫ সালে। উইন্ডিজ ব্যাটসম্যান ফ্রেডেরিক্স প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে হিট উইকেটে আউট হয়। এরপরে ১৯৭৯ সালে কানাডার ডেনিস ইংল্যান্ডের বিপক্ষে হিট উইকেটের শিখার হয়।

পরের হিট উইকেটটির জন্য অপেক্ষা করতে হয়েছে তিনটি বিশ্বকাপ। ১৯৯৬ সালে কেনিয়ার ওদুম্বে উইন্ডিজের বিপক্ষে হিট উইকেটের শিখার হয়। একই প্রতিপক্ষ এবং একই আসরে দক্ষিণ আফ্রিকান ওপেনার গ্যারি কারেস্টন হিট উইকেটে আউট হয়।

২০০৩ ক্রিকেট বিশ্বকাপে কানাডার হ্যারিস ও কেনিয়ার ওদুম্বে উইন্ডিজের বিপক্ষে আরেকবার হিট উইকেটের শিকার হয়। ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে জিম্বাবুয়ের জিম্বাবুয়ের সিবান্দা আইরিশদের বিপক্ষে আউট হয় হিট উইকেটে।

২০১৫ বিশ্বকাপে জিম্বাবুইয়ান ব্যাটসম্যান চাকাবা এবং পাকিস্তানি মিসবা উল হক হিট উইকেটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরে।

আর আজ সর্বশেষ বিশ্বকাপ ইতিহাসে হিট উইকেটের ঘটনা ঘটে মার্টিন গাপটিলের সাথে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply