পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চীনা নাগরিক মৃত্যুতে তিনটি তদন্ত কমিটি

|

পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক কর্মচারিদের সংঘর্ষ ও চীনা নাগরিকের মৃত্যুর কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্টদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে, সংঘর্ষে আহত কয়েকজন বাংলাদেশি শ্রমিক চিকিৎসাধীন। ঢাকায় উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে আহত ৫ চীনা নাগরিককে।

কলাপাড়া থানার ওসি জানান, কেন্দ্রের ব্য়লার থেকে পড়ে সাবিন্দ্র দাস নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের মরদেহ কর্তৃপক্ষ বাইরে নিতে চাইলে, লাশ গুম হওয়ার শঙ্কায় তাতে বাধা দেয় বাংলাদেশী শ্রমিকরা। এ নিয়ে দুই দেশের কর্মীরা সংঘর্ষে জড়ায়। আহত হয় বেশ কজন। এরমধ্যে চীনা নাগরিক জাং ইয়াং ফাং বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত কয়েকজন বাংলাদেশি শ্রমিক চিকিৎসাধীন। ঢাকায় উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে আহত ৫ চীনা নাগরিককে। সংঘর্ষের কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তিনটি তদন্ত কমিটি।

ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে বৃহৎ এই তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায়। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply